SHOWCASE DETAILS

Solution Information:
Title : ডাঃ করোনা
Description : বর্তমানে সারা পৃথিবীতে অন্যতম এক আতজ্ঞকের নাম হল করোনা ভাইরাস, যা এখন প্রায় পৃথিবীর সবকটি দেশেই ছড়িয়ে পড়েছে । আমাদের দেশও এই ভাইরাসের শক্তিশালী থাবার হাত থেকে রক্ষা পারেনি । এর ভয়াবহতা এখন এতটাই বেশি যে , প্রতিটি মানুষের মন এখন শুধু একটাই সংসয় “আমি করোনা দ্বারা আক্রান্ত হয়নিতো ?” সাধারন জ্বর বা কাশি হলেই সকলের মনের মধ্যে এখন শুধু এই চিন্তাই ঘুরছে । আর এজন্য ডাক্তারদের উপড়েও পরছে বারতি চাপ। তারাও সংক্রামনের ভয়ে ভয়ে কাজ করছেন সব সময় । কেননা যদি প্রতিদিন ৫০জন মানুষও করোনার সন্দেহে ডাক্তারের কাছে আসে এবং এর মধ্যে যদি ৫জন সত্যিকারের করোনা রোগী হয় তবে ঐ ৫জনের জন্য কিন্তু ডাক্তার সহ আরো ৪৫ জন আক্রান্ত হতে পারে কারন আগে থেকে কেউই এটা যানে না যে এই ৫জন করোনা আক্রান্ত কিনা, এছাড়াও করোনা রোগীর সংস্পর্শে আশার কারনে যদি ডাক্তার আক্রন্ত হয়ে পরে তবে সেটা এই মুহুত্তে আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতিরও কারন। কিন্তু যদি এমন কোনো উপায় থাকতো যেখানে ডাক্তার আগে থেকেই ধারনা করতে পারবে যে কে কে করোনা রোগী হতে পারে এবং করোনা সন্দেহে যারা ডাক্তারের কাছে যাচ্ছে তাদেরকেও যদি আগেই কেউ এটা বলে দিতে পারতো যে আপনার যে লক্ষন গুলো আছে তাতে আপনার করোনা হওয়ার সম্ভাবনা কম, আপনি বাসায়ই থাকেন, বা আপনি ডাক্তারের কাছে যান, তবে কি হতো ? তবে ডাক্তারের কাছে ৫০ জনের যায়গায় ১৫-২০ জন যেত. এবং ডাক্তারও সতরকো থাকতো এই ১৫-২০জনেক ব্যাপারে, কেননা এদের করোনা থাকার সম্ভাবনা বেশি । এছাড়াও দেশের এমন অনেক যায়গা আছে যেখানে কোনো ডাক্তার নেই আর থাকলেও ভয়ে রোগীর সাথে যোগাযোগ করছেন না, যে কারনে সেই সকল জাগার মানুষেরা এটা বুঝতেও পারছে না যে তার করোনা থাকার সম্ভাবনা কতটা বা তার কি করোনা পরীক্ষা করানো উচিত কি না, এমনকি এরই মধ্যে কয়েকজন করোনা সন্দেহ রোগী যারা জ্বর কাশিত ভুগছিল, তারা চিকিৎসার অভাবে মারা গেছেন, তাদের সাহায্যের জন্য কেও এগিয়ে আশেনি । মূলতো এই ঘটনা গুলো আমাদেরকে নতুনভাবে ভাবিয়েছে, এবং আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করেছি। আমরা গত ২সপ্তাহ ধরে চীনের উহান শহরের মোট ১৩ হাজার করোনা আক্রান্ত রোগীর ডেটা বিশ্লেষন করে এমন একটি এ.আই প্রোগ্রাম নিয়ে কাজ করছি, যেটা সম্পর্নভাবে একজন ডাক্তারের মত কাজ করতে সক্ষম হবে. একজন ডাক্তার ঠিক যে যে লক্ষনগুলো দেখে একজন রোগীকে এটা বলে যে তার করোনা হতে পারে কি না এবং তার করোনা টেষ্ট করার প্রয়োজন আছে কি না ? ঠিক একইভাবে কাজ করবে আমাদের এই এ.আই প্রোগ্রামটি..। এমনকি আমরা এই প্রোগ্রামী এমন ভাবে তৈরি করেছে যে সূক্ষ থেকে সূক্ষ লক্ষনগুলোও সে ধরতে পারবে এবং নিজে থেকে সেগুলো বিশ্লেষন করে সিদ্ধান্ত দিতে পারবে,,এর পাশাপাশি এটি সর্বদা নতুন রোগীর ডাটা থেকে নিজে নিজে শিখবে ও আরো নিখুত হতে থাকে, আমাদের এই এ.আই প্রোগ্রামটি মূলত তিনটি ধাপে কাজ করবেঃ ১. এটি একজন রোগীর সাথে সরাসরি বাংলা ভাষায় কথা বলবে এবং করোনা সম্পকে যে কোন প্রশ্নের উত্তর এবং ইনফরমেশন (নাম্বার, পুলিশ লাইন, আপডেট ইনফরমেশন ইত্যাদি) দিবে । ২.করোনা সন্দেহীত একজন রোগীকে ডাক্তার এর মত করে প্রশ্ন করবে এবং তার লক্ষণ গুলো বিচার করে সিদ্ধান্ত জানাবে। ৩. রোগীকে জানানো সিদ্ধান্তর উপর ভিত্তি করে আবার মেশিং লার্নিং এলগরিদম এর সাহায্যে একটি একটি প্রোপার ডেইলি রুটিন রোগীকে দেওয়া হবে। তাছাড়া বাসায় একা একা বোর সময় না কাঠিয়ে যে কোন পেশেন্ট চাইলে এইটির সাথে কথা বলতে পারবে, জোক শুনতে পারবে। তার কোরনা চ্যাকাপ করতে পারবে। এবং আপডেট তথ্য অনুযায়ী পেশনেটের রুটিন পবির্তন করতে পারবে আমাদের কাজটির জন্য আমরা বাংলা ভয়েস রিকোগনিশন, বাংলা ভাষা প্রসেসিং, বাংলা চ্যাটবট, মেশিং লার্নিং ক্লাসিফাইয়ার, ও ওয়েব এপস ইউস করার প্ল্যান আছে। আমরা মনে করছি এই এ.আই প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে করোনার সংক্রামন হার অনেক আংশে কমানো সম্ভোব ও নতুন করোনা রোগী সনাক্ত করার ক্ষেত্রেও এটি অনেক বড় ভূমিকা পালন করতে পারে.এছাড়াও ডাক্তারদের সুরক্ষার ক্ষেত্রেও অবদান রাখতে পাড়বে..। মূলতো এই প্রোগ্রামটি বর্তমান পরিস্থিতে একজন ডাক্তারের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস..।
Category : Machine Learning