Description
: Oxybox নামের স্বল্প মূল্যের ভেন্টিলেটরটি ডিজাইন করা হয়েছে Covid 19 এ আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে । বাংলাদেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই আমি আমার ভেন্টিলেটরটি নিয়ে কাজ করছি । ভেন্টিলেটরটিতে যে যে বলিউম সংযুক্ত করা হয়েছে এবং যে যে স্বয়ংক্রিয় সিস্টেমগুলো রয়েছে তা আলোচনা করা হল -
Respiratory Rate - রোগীর রেস্পিরেশন এর জন্য প্রয়োজনীয় বলিউম বা রেট সেট করে দিতে ভেন্টিলেটরের সংযুক্ত রয়েছে কন্ট্রোলার বাটন । (Respiratory rate range 12-30 per minute) রেট সিলেক্ট করে দেয়ার পর তা এলসিডি স্ক্রিনে শো করবে । বয়স ভেদে এই মাত্রা ভিন্ন হওয়ায় তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে ।
FiO2 Control System - প্রবেশকৃত অক্সিজেন এবং বাতাস (Air and Oxygen) এর মাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি স্বয়ংক্রিয় এবং ভলিউম কন্ট্রোল ব্যবস্থা। ( প্রেসার সেন্সর দিয়ে প্রতিনিয়ত মাপা হবে প্রবেশকরা গ্যাসের চাপ । Air এবং Oxygen এর মাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে সেন্সর নির্ভর একটি অটোমেটিক বাল্ব । সিলিন্ডার থেকে আসা গ্যাস গুলো মিক্সিং টিউবে একত্রিত হবে এবং এরপরে মাত্রা নিয়ন্ত্রণ সম্পন্ন হলে তা রোগীর দেহে প্রবেশ করবে। প্রবাহ বিঘ্নিত হলে বেজে উঠবে ইমারজেন্সি এলার্ম।
PEEP - ( Range - 5, 8 or 10 cm H2O ) । কন্ট্রোলার এর মাধ্যমে প্রয়োজনমতো ভলিউম নির্ধারণ করে দেয়া যাবে ।
I:E Ratio - (Range - 1:1 , 1:2 , 1:3 ) . কন্ট্রোলার এর মাধ্যমে প্রয়োজনমতো ভলিউম নির্ধারণ করে দেয়া যাবে ।
বিকল্প বিদ্যুৎ সংযোগ এর জন্য সংযুক্ত রয়েছে একটি মিনি আইপিএস । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভেন্টিলেটর সিস্টেমটিকে বিদ্যুৎ দিতে সক্ষম । গ্যাসের লিকেজ ধরা পড়লে অ্যালার্ম এর মাধ্যমে তা জানান দেয়ার ব্যবস্থা রয়েছে।
আমার প্রস্তাবিত ভেন্টিলেটরটি মূলত করোনা রোগীদের কথা মাথায় রেখেই তৈরি করা । আশা করছি ৩৫ হাজার টাকার মধ্যেই দেশীয় প্রযুক্তির মাধ্যমেই প্রকল্পটি খুব স্বল্প সময়ের মধ্যেই তৈরি করা সম্ভব ।
Video Link - https://www.youtube.com/watch?v=x4cdjknCufg&feature=youtu.be