SHOWCASE DETAILS

Solution Information:
Title : উৎপাদন এবং বাজারজাতকরণ
Description : করোনাভাইরাস (Covid-19) এর প্রভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও অতিবাহিত করছে খারাপ সময়। যার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার। বর্তমানে দেশের সর্বস্থরের জনগণ সংকটময় দিন অতিবাহিত করছে বিশেষ করে দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের অবস্থা কঠিনতর হচ্ছে। এইসব মানুষের পুষ্ঠি ও খাদ্য নিশ্চিতকরনে দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। কৃষকের উৎপাদন পন্য বাজারজাত করণের ব্যবস্থার মাধ্যমে কৃষকের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ করে দেশের সর্বত্র খাদ্য পৌছিয়ে দিয়ে পুষ্ঠি ও খাদ্যের চাহিদা মেটাতে হবে। উৎপাদনে পদক্ষেপ: * কৃষি এবং মাছ চাষে যুব সমাজকে উদ্ধোত্ত করতে গ্রামে 'যুবটিম' তৈরি করতে হবে যাদের সবজি চাষ এবং মৎস চাষে পারদর্শী করে তুলতে হবে। * যুবটিম নিজেরা কাজ করতে পারে আবার কৃষকদের সমন্বয় করবে। পর্যাপ্ত দাম দিয়ে কৃষক থেকে পন্য ক্রয় করবে। * গ্রামে পরিত্যক্ত পুকুরগুলো বাড়া নিয়ে এই 'যুবটিম' মাছ চাষ এবং পরিত্যক্ত জমিতে সবজি চাষ করবে। * সরকারের পক্ষ থেকে ট্রেনিং, উন্নত বীজ, সার এবং কীটনাশক প্রদান করবে। বাজারজাতকরণ: * যে অঞ্চলের যে পন্যের প্রয়োজন তার চাহিদা জানতে যুবটিমের এপলিকেশন বা ফেইসবুক বা টিমনেতাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা থাকবে। এবং চাহিদা অনুযায়ী পৌছে দেয়া হবে। * যুবটিম নিজেদের পন্য বা কৃষক থেকে পর্যাপ্ত দামে ক্রয় করে অন্য এলাকায় পৌছে দিবে সেখানে তাদের মুলধন হিসেবে সরকার সুদমুক্ত ঋন দিবে। * প্রয়োজন বেধে গরিব অসহায়দের মাঝে তালিকা করে অতি অল্প দামে বা বিনা টাকায় পন্য প্রদান করবে, সেক্ষেত্রে অসহায়গণ জনপ্রতিনিধি কর্তৃক পরিচিতি কার্ড ব্যবহার করবে।
Category : Equipment
Media Links:
Video Link : https://youtu.be/yCe7ZliXk3A