Description
: বর্তমানে বিশ্ব মহামারী “করোনা ভাইরাস” বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও আক্রমন করেছে এমতাবস্থায় বাংলাদেশের সকল মানুষ গৃহ বন্দি হয়ে আছে। সরকার আসলে পুরো বাংলাদেশের ব্যাপারে অবগত নয় যে, সকল জনগনের বর্তমান স্বাস্থ্য অবস্থা কেমন, ঠিক কি পরিমান লোকের বাসায় খাবার নেই, কোন পরিবারে কতজন সদস্য, তাদের আয়ের উৎস কি? তাদের সম্পদের পরিমান কি?
এমন একটি ডেটাবেস যদি করা যায় যেখান থেকে সরকার চাইলে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ডেটা সর্টিং করে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পাড়া/মহল্লা ভিত্তিক তথ্য নিয়ে সবাইকে সহায়তা প্রদান করতে পারে। এবং সঠিক ভাতাভোগী যেন তা পায় নিশ্চিত করা যায়। আর এ ডেটাবেস শুধু মাত্র করোনা ভাইরাসের জন্য নয় বরং বাংলাদেশের যে কোন দুর্যোগ মুহুর্তে কাজে লাগানো যাবে এবং বাংলাদেশের সঠিক চিত্র উঠে আসবে।