SHOWCASE DETAILS

Solution Information:
Title : Lift disinfection for Corona using IOT
Description : করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম একটি মাধ্যম হলো, এলিভেটর বা লিফট। অফিস, এপার্ট্মেন্ট কিংবা পাবলিক প্লেসগুলোতে প্রতিদিন বহুলোক লিফট ব্যবহার করে থাকে। লিফট ব্যবহারের সময় লিফটের বাটন প্রেস করতে হয় এবং অল্প জায়গায় বেশী লোক সমাগম হয়। এর ফলে লিফটের দেয়ালে প্রতিদিন বহুলোক স্পর্শ করে যা করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। বারবার ব্যবহারের কারণে, লিফটে জীবাণু নাশক স্প্রে করে ভাইরাস মুক্ত করাটাও সম্ভব হয়না। তাই অনেকেই লিফট ব্যবহারের ক্ষেত্রে টিস্যু, কলম, লিপস্টিক ইত্যাদি ব্যবহার করে থাকে। তবে এটি কোন সঠিক সমাধান নয় বরং এতে করে করোনার ঝুঁকি থেকেই যায়। এ সমস্যাটিকে সামনে নিয়ে আধুনিক আইওটি বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির সহায়তায় আমরা একটি সমাধান বের করেছি। সম্প্রতি কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে Ultraviolet - C লাইট করোনা ভাইরাসকে ৯৯% ধ্বংস করে দেয়। তাই লিফটে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে AUTOMATED UV-C LED STERILIZATION PANEL প্রযুক্তিটি আমরা নিয়ে এসেছি। এটি কার্যকর করলে ৩০ সেকেন্ড এর মধ্যে লিফটকে করোনা ভাইরাস থেকে মুক্ত করবে। আমাদের UV-C LED STERILIZATION লাইট প্যানেলটি লিফটের উপরের লাইট প্যানেলের পরিবর্তে বসাতে হবে, যা লিফটের কন্ট্রোলার প্যানেল এর সাথে যুক্ত হয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে স্বয়ংক্রিয় ভাবে। আমাদের স্বয়ংক্রিয় ব্যবস্থায় লিফটে কোন ব্যক্তি না থাকলে তা সেন্সরের মাধ্যমে জানা যাবে। যখন লিফটে কোন মানুষ না থাকবে তখন স্বয়ংক্রীয় ভাবে কিছূ সময়ের জন্য লিফটি বন্ধ হয়ে যাবে এবং AUTOMATED UV-C STERILIZATION ‍SYSTEM চালু হয়ে প্যানেলে সাধারণ লাইটের সাথে থাকা ছোট ছোট UV-C LED জ্বলে লিফটকে জীবানুমুক্ত করে লিফটে থাকা করোনা ভাইরাস ধ্বংস করে দিবে। এ প্রক্রিয়াটি সম্পন্ন হবার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবেই লিফটি পুনরায় চালু হয়ে যাবে। অফিস, এপার্ট্মেন্ট কিংবা পাবলিক এরিয়া গুলোতে থাকা লিফটকে করোনা মক্ত রাখতে আপনার লিফটিকেই আমাদের প্রযুক্তির ছোঁয়ায় AUTOMATED UV-C STERILIZATION করে মাত্র ৩০ সেকেন্ডেই জীবানুমুক্ত করে ফেলতে পারবেন কোন ধরনের ব্যক্তির সহায়তা ছাড়াই। আর প্রযুক্তির ব্যবহারে এভাবেই করোনার ঝুঁকিকে কমিয়ে রাখা সম্ভব হবে।
Category : IoT
Media Links:
Video Link : https://youtu.be/YWoDFXIxCEU