SHOWCASE DETAILS

Solution Information:
Title : IT service in rural areas to prevent transmission of Covid-19
Description : আমরা গ্রামীণ জনপদে যেসকল শিক্ষার্থীদের বাড়িতে টেলিভিশন কিংবা ইন্টারনেট নেই তাদের কাছে সংসদ টেলিভিশনে প্রচারিত ভিডিও পাঠ,10 মিনিটসের পাঠসহ আমাদের নিজেদের ভিডিও ক্লাস ১ম-৮ম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে মেমরী কাার্ডের মাধ্যমে সাপ্লাই দিচ্ছি এর সাথে প্রতিটি পাঠ থেকে বাড়ির কাজ আলাদা করে শীট আকারে প্রেরণ করছি যা ফলো করে গ্রামীণ শিক্ষার্র্থীরা অনেক উপকৃত হচ্ছে। এছাড়াও আমরা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধ হোম ডেলীভারী দিচ্ছি। এতে করে করোনা ভাইরাস সংক্রামণ রোধে যেমন সহযোগী হচ্ছে অন্যদিকে এ পরিস্থিতিতি থেকে মুক্ত হওয়ার পর অর্থনৈতিক যে মন্দা দেখা দিবে সে সময়টায় গ্রামীণ জনপদের অনেক বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। আবার আমাদের সাধ্যমত বিভিন্ন হতদরিদ্র, মধ্যবিত্ব ও নিন্ম মধ্যবিত্ত্ব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করছি। ::কৃষকগণের জন্য অনলাইন ডাটাবেইস:: বিশ্বযুদ্ধের পরে প্রাণঘাতী করোনার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে নতুন করে বিশ্ববিপর্যয়ের আভাস মিলছে প্রতিনিয়ত। জাতিসংঘ আশঙ্কা করছে, করোনার পরবর্তী দিনগুলোতে বিশ্বমন্দার ভয়াল থাবার পাশাপাশি হানা দিতে পারে দুর্ভিক্ষ। ফলে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করার লক্ষ্যটি পূরণ করতে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। এই যখন সার্বিক প্রেক্ষাপট তখন কৃষি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কৃষিপ্রধান দেশ বাংলাদেশকে। আর এই ভাবনাকে প্রযুক্তি নির্ভর করে দেশের কৃষকগণকে অনলাইন ডাটাবেইসের আওতায় এনে কৃষিপণ্য উৎপাদন, সুষম বন্টন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণে কিশোরগঞ্জ আইটি পার্কের উদ্ভাবিত কৃষকগণের অনলাইন ডাটাবেইস পদ্ধতিটি এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছি।
Category : Web
Media Links:
Video Link : https://youtu.be/tdQrYqtLhTM