SHOWCASE DETAILS

Solution Information:
Title : Drone for Nation
Description : বর্তমান এই মহামারি পরিস্থিতি মোকাবেলার সবথেকে কার্যকর উপায় হলো ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা । কিন্তু আমাদের প্রশাসন ও নিরাপত্তা বাহিনী হাজার চেষ্টা করেও এই পদক্ষেপে ১০০% সফল হতে পারছে না, আমি আমার নিজের এলাকা তেই দেখেছি যে মানুষ পুলিশ দেখলেই কেবল বাড়িতে ঢুকে , পুলিশ চলে গেলে আবার তারা বের হয়ে আসে , এমতা অবস্থায় আমি আমাদের বাংলাদেশের প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কে এই পদক্ষেপ সাহায্য করতে চাই , আমি একটি ড্রোনের মাধ্যমে, সামাজিক দূরত্ব বজায় রাখার একটি উপায় খুঁজে বের করেছি , ‌আমরা যদি প্রসনিক কিছু ড্রোন আকাশে সর্বক্ষণ রাখি এবং সেই ড্রনে ক্যামেরা এবং স্পিকার সংযুক্ত করে, সেসব এলাকায় পাঠাই ও সেই ড্রোনে সংযুক্ত স্পিকার এবং ক্যামেরার মাধ্যমে তাদের নানা ধরনের সতর্কতা মূলক নির্দেশ দেই তাহলে তারা আর রাস্তায় বের হওয়ার সাহস করবে না । ‌আর এভাবেই আমরা স্মাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও এগিয়ে থাকবো । ‌ ‌আমি যে ড্রোনে এর কথা বলছি সেই ড্রোন দিয়ে প্রায় ৪০-৫০ মিনিট( ব্যাটারি ফুল চার্জ) একটি এলাকায় পেট্রলিং করতে পারে , একটি ড্রোন এর মাথাপিছু খরচ বাজার ভেদে ৩৫-৪০ হাজার টাকা । ‌ ‌অতএব জনাব এর নিকট আকুল আবেদন আমার এই উদ্ভাবন টি নিয়ে আপনি অবশ্যই সারা দেবেন। ‌ধন্যবাদ।
Category : Electro-Mechanical
Media Links:
Video Link : https://youtu.be/gCTk3SsYlmA