SHOWCASE DETAILS

Solution Information:
Title : “বঙ্গসেবা” করোনা মোকাবেলায় মানুষকে ঘরে থাকা নিশ্চিত করবে এবং ব্যবাসয় বা পণ্য ক্রয় ও বিক্রয়ের সহ প্রান্তিক জনগনের কার্যক্রম চলমান রাখবে।
Description : আমি আশিক, একজন ফ্রিল্যান্সার, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমার, কারণ বঙ্গবন্ধুর এই বাংলাদেশে যে কোন উদ্যোগ বাস্তবায়ন করার সুযোগ রয়েছে। বাংলাদেশ এই প্রথম আমাদের প্রাণ প্রিয় জন নেত্রী শেখ হাসিনা, উদ্যোক্তাদের কথা চিন্তা করে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে করোনা মোকাবেলায় নির্মাণ করেছেন Call For Nation. ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী এবং Call For Nation পরিবারবে। এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি গ্রামের ছেলে সবসময় গ্রাম ও ছোট ছোট শহর গুলো নিয়ে চিন্তা করি। আমার এই উদ্দোগটি সাধারণত ছোট ছোট শহর, গ্রাম ও প্রান্তিক জনগণকে নিয়ে। আমার এই উদ্যোগটি করোনা ভাইরাস মোকাবেলায় ও বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ডিজিট্যার সোনার বাংলায় রূপান্তর করতে সাহায্য করবে। এটি হচ্ছে একটি সেবামুলক উদ্যোগ তাই এটির নাম দিয়েছি, “বঙ্গসেবা” জাতির জনক বঙ্গবন্ধু সব সময় দেশের প্রান্তিক জনগনের কথা চিন্তা করতেন তেমনি বঙ্গসেবার কাজ হবে এই করোনাকালীন সময়ে মানুষকে ঘরে রেখে তাদের সকল কার্যক্রম চলমান ও নিরাপদ রাখা। বলতে গেলে বঙ্গবেসা হবে বঙ্গবন্ধুর আদর্শ নির্ভর একটি সেবা। +++করোনা ভাইরাস মোকাবেলায়, আমাদের এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে। +++ আমরা জানি যে করোনা মোকাবেলা করতে হলে অবশ্যই জন সাধারনকে ঘরে থাকতে হবে। কোন প্রকার জন সংযম করা যাবে না। +++বর্তমান মানুষের সমস্যা গুলো কি কি এবং কিভাবে আমাদের ওয়েব এপলিকেশনটি এর সমাধান করবে? : ++সমস্যা: মানুষ নিত্য প্রয়োজনীয় কেনা কাটার জন্য বাজারে জমায়েত হচ্ছে, ফলে করোনা আক্রান্ত হওয়ার ঝুকি বাড়ছে। ++সমাধান: আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে সকল পণ্য কেনা কাটা করতে পারবে। আমাদের ডেলিভারি টিম তাদের জরুরি ভিত্তিতে হোম ডেলিভারি দিয়ে থাকে। ++সমস্যা: ব্যবসায়ীরা তাদের ব্যবসায় পরিচালনা করতে পারছে না। ++সমাধান: আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে বেন্ডর হিসাবে ব্যবাসায়ীরা বাসায় বসে তাদের ব্যবসায় পরিচালনা করতে পারবে। ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ভেন্ডর ডেশভৌর্ড, সেখানে তারা, পণ্য আপলোড, অর্ডার ও কাস্টমার নিয়ন্ত্রণ করতে পারবে, মোট কথা বলা যায়, আমাদের ওয়েবসাইটি amazon.com এর মতই। ++সমস্যা: শ্রমজীবী, ড্রাইবার, মেকানিক, মিস্ত্রি ইত্যাদি মানুষেরা তাদের কর্ম থেকে বিরত রয়েছে। আমাদের ওয়েবে যুক্ত করা হবে, লেবার, ড্রাইবার, মেকানিক মিস্ত্রি হাইয়ার সিস্টেম। যাতে করে প্রয়োজনীয় মুহুতে মানুষ ঘরে বলে তাদের সেবা নিতে পারে। ++কৃষক তাদের সবজি ও ফসল বিক্রি করতে পারছে না? আমাদের টিম কৃষকের কাছ থেকে অর্ডার অনুযায়ী প্রতিদিন পণ্য সংগ্রহ করে ভুক্তাদের ডেলিভারী দিয়ে থাকে। এতে কৃষক পণ্য নিয়ে বাজারে যেতে হচ্চে না। আশার করি আমাদের প্রকল্পটি বর্তমান সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই মাননীয় সরকারের কাছে আমাদের প্রার্থনা এই যে উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সাহায্য করতে সদয় হন। রাখব অবদান রুখব করোনা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
Category : Web
Media Links:
Video Link : https://youtu.be/nyIUSTra86s