Title
: টেলিমেডিসিনের মাধ্যমে করোনা সংক্রমন রোধ ও সকল রোগের চিকিৎসা পরামর্শসেবা দিতে করোনাকালীন সুনির্দিষ্ট কর্মশালা
Description
: করোনাকালীন সুনির্দিষ্ট কর্মশালা:
১. ই-প্রেসক্রিপশন সেবা দিতে বিএমডিসি রেজিষ্ট্রেশন প্রাপ্ত সম্মানিত ডাক্তার ও জনগণকে স্বয়ংক্রিয়ভাবে টেলিমেডিসিন ওয়েবসাইটে ফ্রি একাউন্ট খোলানোর জন্য এসএমএস, ই-মেইল ও ইলেক্ট্রনিক-প্রিন্ট-সোসিয়াল মিডিয়া প্রচারণা।
২. টেলিমেডিসিন সেবাকেন্দ্রের মাধ্যমে অনলাইনে অক্ষম জনগণের সুচিকিৎসার জন্য প্যারা-মেডিকেল, নার্স, ম্যাট্স ও পল্লী চিকিৎসকদেরকে এম.বি.বি.এস ডাক্তারগণের অনলাইন সহযোগী টেলিমেডিসিন অপারেটর হিসাবে ট্রেনিং করানো।
৩. টেলিমেডিসিন কর্ণার চালু করে করোনা সন্দেহ রোগীকে আলাদা সাপেক্ষ্যে অন্যান্যদেরকে হাসপাতালে রেফার করে বন্ধ হাসপাতাল খুলে দেওয়ার জন্য প্রচারণা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত (স্বারক নং- স্বাঃ অধিঃ/এমআইএস/২০১৮/৯১০ ও তারিখ: ১৮/০৭/২০১৮) একমাত্র প্রাইভেট টেলিমেডিসিন
ডাক্তার লিংক: http://hhh.pqsnetwork.com/doctors
Company: Human Health Helpline- HHH
Handy: +8801742849449