Description
: এই করোনার ক্রান্তিলগ্নে একটা সমস্যা দেখা যাচ্ছে যে, রোগীদের অনেক রকমের হয়রানি এর স্বীকার হতে হচ্ছে।সোশ্যাল মিডিয়ায় অনেকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর শোনা যাচ্ছে। অসুস্থকালীন সময়ে তাদের এক হসপিটাল থেকে আরেক হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে। হসপিটালে গিয়ে দেখা যাচ্ছে যে,ঐ হসপিটাল রোগী নিচ্ছে না। অন্য হসপিটালে তাদের refer করা হচ্ছে। ঐ হসপিটালে গিয়েও তারা একই অবস্থার সম্মুখীন হচ্ছে। ডাক্তার নেই।স্টাফস নেই। ICU সেবা অফ। আবার সার্ভিস চালু থাকলেও, সার্ভিসগুলো পেতে রোগীকে প্রয়োজনীয় কাগজ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু রোগীরা আসার আগে কাগজ সম্পর্কে জানতো না বিধায়,তারা স্বাস্থ্যসেবা চালু থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারছেনা।আবার অনেক হসপিটালে দেখা যাচ্ছে, প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার নেই। স্টাফস রা প্রয়োজনে আসছে না। অক্সিজেন সিলিন্ডার বাহির থেকে কিনে আনতে হচ্ছে। তো সব মিলিয়ে রোগীদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। স্বাস্থ্যসেবা না পাবার ফলে তাদের শেষমেশ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে।
আবার ডাক্তারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, রোগীর তথ্য গোপনের ফলো ডাক্তাররা করোনায় আক্রান্ত হচ্ছে। ফলশ্রুতিতে পুরো হসপিটাল লকডাউন হয়ে যাচ্ছে।
এই সমস্যাগুলোকে দূর করার জন্য ই আমার অ্যাপ ভিত্তিক এই আইডিয়া। যা এই সমস্যাগুলোকে দূর করতে পারবে।
এটি একটি স্বাস্থ্যসেবা মূলক অ্যাপ। যার নাম Remedi