SHOWCASE DETAILS

Solution Information:
Title : Spunk
Description : বর্তমান করোনা পরিস্থিতিতে দেশজুড়ে সকলেই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার। পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, নার্সরা যখন প্রত্যক্ষ ভাবে লড়াইয়ে অংশগ্রহণ করছে, তখন দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদেরও এগিয়ে আসা উচিত। এই বিশ্বাস থেকেই এই মোবাইল অ্যাপ তৈরীর সিদ্ধান্তে আসে আমাদের টিম অরিন্দম। বর্তমানে অনেক সংগঠন, সরকারী ও বেসরকারী উভয় প্রচেষ্টাতেই, সচেতনতা তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে কোভিড-১৯ আরও বড় আকার ধারণ করার আগেই আমাদের নিশ্চিত করা প্রয়োজন যে সাধারণ মানুষ রোগ প্রতিরোধের নিয়মগুলো যথাযথভাবে মেনে চলছে কিনা। কোভিড-১৯ প্রতিরোধ করতে স্বাস্থ্যকর জীবনযাপনের নিয়মগুলো মেনে চলা এবং বাড়তি কিছু আগাম সতর্কতা গ্রহণের বিকল্প নেই। কাজেই আমরা এমন একটি অ্যাপ তৈরী করেছি যেটি আমাদেরকে প্রতি মুহূর্তে এই নিয়মগুলো মানতে আগ্রহী এবং সচেতন করবে। অ্যাপ্লিকেশন ব্যবহারকারী যদি নিজের বাসা বা সেভ করা হোম লোকেশন থেকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাহলে অ্যাপটি নোটিফিকেশন দিবে। এই দূরত্ব কতটুকু হবে তা ব্যবহারকারী নিজে নির্ধারণ করে দিতে পারবে। নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপটি মাস্ক ব্যবহার, বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস ব্যবহার, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার রিমাইন্ডার দিবে। ব্যবহারকারী নিজের প্রয়োজনীয় যেকোনো জিনিস এই রিমাইন্ডার তালিকায় সংযুক্ত করে নিতে পারবে। আমরা আশা করি এই রিমাইন্ডারের সাহায্যে নিরাপত্তা সতর্কতার ব্যাপারটি নিশ্চিত করা যাবে। নির্দিষ্ট অবস্থান গণনার জন্য আমরা অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ দিয়ে হিসাব করছি। এছাড়াও "সেভ হোম লোকেশন" বাটনটির সাহায্যে ব্যবহারের সুবিধার্থে ব্যবহারকারী নিজের বাড়ির লোকেশনটি সেভ করে রাখতে পারবে। এছাড়াও, নিজস্ব দেশ ও বসবাসরত এলাকায় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির হার, মৃত্যুর হার, কোন কোন স্থান লকডাউনে আছে তার আপডেট দিবে। এর পাশাপাশি কোভিড-১৯ সংক্রান্ত টিপ্স দিবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করার পাশাপাশি সাবধানতা অবলম্বনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা সম্ভব হবে। এই ছোট পদক্ষেপটি গ্রহণের মাধ্যমে জনসচেতনতা অনেকাংশে বৃদ্ধি করা যাবে বলে আশা করা যাচ্ছে।
Category : Mobile App
Media Links:
Video Link : https://youtu.be/gePsDX8tQNo