Description
: বর্তমানে করোনা ভাইরাস এর কারণে, বহু শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়ছে। করোনা পরবর্তী সময়েও এর প্রভাব আমাদের অর্থনীতিতে দীর্ঘ সময় ধরে থাকবে এবং কিছু নতুন নতুন কর্মক্ষেত্র এরও সৃষ্টি হবে। করোনা পরবর্তী সময়ে যাতে এই বিপুল সংখ্যক বেকার জনগষ্টীর খুব সহজে কিছু বিকল্প কর্মসংস্থান এর ব্যবস্থা করা যায়, তার জন্য এখানে একজন ব্যাক্তি তার এন আই ডি এর তথ্য, মোবাইল নং ও পূর্ববর্তী পেশার নাম প্রদানের মাধ্যমে নিবন্ধিত হয়ে থাকবে। যাতে পরবর্তীতে খুব সহজে তাদেরকে বিভিন্ন ট্রেইনিং প্রদানের মাধ্যমে রি-স্কিল ও আপ-স্কিল এর ব্যবস্থা করা যায়। এতে করে করোনা পরবর্তী সময়ে আমাদের দেশ এর বেকার সমস্যা বহু অংশে লাঘব হবে।
Currently, due to the corona virus, many working people are becoming unemployed. Corona will continue to have an impact on our economy for a long time to come and will also create some new jobs. In order for Corona to be able to easily provide some alternative employment to this large number of unemployed people in the future, a person will have to register here by providing his / her NID information, mobile number and previous occupation name. So that later they can be easily re-skilled and up-skilled by providing various trainings. By doing this, the unemployment problem of our country will be alleviated in many parts in the future.