SHOWCASE DETAILS

Solution Information:
Title : স্বাস্থ্য খাতে টেলিমেডিসিন সেবা
Description : করোনা ভাইরাসের কারণে বর্তমানে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সাধারন জ্বর, সর্দি, কাশিতে মানুষ চিন্তিত হয়ে পড়ছেন। বর্তমান পরিস্থিতিতে এই সমস্যা নিরসনের একমাত্র উপায় টেলিমেডিসিন সেবা। টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তার রোগীর প্রাথমিক চিকিৎসা করে রোগীর মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং ডাক্তার ও রোগীর মধ্যে বন্ধন সৃষ্টি হবে। ঘরে ঘরে টেলিমেডিসিন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি অনলাইন প্ল্যাটফর্ম (Telemedicine.com.bd) তৈরি করেছি যেখানে বাংলাদেশের সকল বিএমডিসি নিবন্ধিত ডাক্তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ভিডিও, অডিও ও মেসেজ) – এর মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থিত দূরবর্তী রোগীদের প্রাথমিক চিকিৎসা (First Aid) সেবা প্রদান করতে পারবেন। Telemedicine.com.bd প্ল্যাটফর্মে বিএমডিসি নিবন্ধিত ডাক্তার রেজিষ্ট্রশন করে নিজেদের প্রোফাইল তৈরি করবেন যা দেখে রোগী নিজেদের প্রয়োজন ও পছন্দমতো ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। টেলিমেডিসিন স্বাস্থ্য সেবার মাধ্যম কি কি? হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার লাইন ভাইবার স্কাইপ ইমু
Category : Web
Media Links:
Video Link : https://youtu.be/rAZfr7U8PL4