SHOWCASE DETAILS

Solution Information:
Title : National Digital Structure (জাতীয় ডিজিটাল কাঠামো)
Description : জাতীয় ডিজিটাল কাঠামো (National Digital Structure) এর মাধ্যমে প্রথমে আমাদের বাংলাদেশের পরবর্তীতে বিশ্বব্যাপী ডিজিটাল মুদ্রার (দেশভিত্তিক ডিজিটাল মুদ্রা) লেনদেনে টাকা ডিজিটাল মানি হিসেবে ব্যবহারের কার্যক্রম শুরু করতে পারি, প্রয়োজন সাপেক্ষে এই প্রক্রিয়া চলমান থাকবে। ব্লকচেইনে তথ্য সংরক্ষণ করার অপরিবর্তনযোগ্য, নিরাপদ, বণ্টনযোগ্য এবং উন্মুক্ত পদ্ধতিতে তথ্য বিভিন্ন বিভিন্ন আইডি ভিত্তিক ইউজার ও গ্রুপসহ কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন পদ্ধতি ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষিত হবে। এটি শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্যই প্রযোজ্য নয়, এটি ব্যবহার হতে পারে কার্যক্রমের ইন্ট্রিগেশনে, কার্যক্রম সাপেক্ষে করণীয়, করণীয় বাস্তবায়নে সিডিউল ম্যানেজমেন্ট, রিসোর্স আইডেন্টিফাই, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, স্টেকহোল্ডার নির্বাচন, করণীয় বাস্তবায়নকল্পে সময় নির্ধারণ, সকল ধরনের যোগাযোগ, বাজেট প্রিপারেশন, কস্ট মানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, লেনদেন, উপরোক্ত সকল বিষয়ের উপর এ স্ট্যান্ডার্ড নির্ধারণ, রিক্স ফ্যাক্টর সাপেক্ষে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং প্রয়োজন সাপেক্ষে এই প্রক্রিয়া চলমান থাকবে সর্বশেষে গভর্মেন্টের অ্যাক্টিভিটি ভার্সেস নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এনালাইসিস। "জাতীয় ডিজিটাল কাঠামো" বাস্তবায়ন সাপেক্ষে অর্জন - প্রস্তাবনার উদ্দেশ্যঃ 1) নাগরিক আর্কাইভ 2) পারিবারিক আর্কাইভ 3) সরকারি প্রতিষ্ঠান ভিত্তিক আর্কাইভ 4) সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্কাইভ 5) গুরুত্ব সাপেক্ষে ব্যবসায়িক সামাজিক… প্রতিষ্ঠান ভিত্তিক আর্কাইভ 6) বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্কাইভ 7) “ACT COVID 19” NATIONAL HACKATHON ক্যাম্পেইনে অনুমোদিত প্রস্তাবনা “জাতীয় ডিজিটাল কাঠামো” ব্যবস্থাপনা। 8) ফোর ডাইমেনশনাল এডুকেশন - গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের ১৬টি সুবিধার ঢ) নং সুবিধা “সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত সাইটগুলো আন্তর্জাতিক ভাষায় অনুবাদ” শীর্ষক কার্যক্রমের বাস্তবায়ন। 9) “সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠাকরণ প্রকল্প” শীর্ষক প্রকল্পের কার্যক্রমে বিএসটিআইকে সকল পণ্যের স্ট্যান্ডার্ড টেস্টিং ও সার্টিফিকেশনের কোয়ালিটি আইএসও (ISO) ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে (CEN) 10) “ACT COVID 19” NATIONAL HACKATHON ক্যাম্পেইনে অনুমোদিত অন্য সকল প্রস্তাবনার অনুমোদিত কার্যক্রমের - একটি আইডির মাধ্যমে একটি কমন প্লাটফর্ম o Election Commission (http://www.nidw.gov.bd/) - NID data verification o “CIVIL REGISTRATION AND VITAL STATISTICS” by Ministry of Health and Family Welfare o স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (http://bris.lgd.gov.bd/) - Birth Certificate data verification o ibas.finance.gov.bd iBAS++ User transaction in details o https://www.eprocure.gov.bd/ e-GP data support tool for project evaluation time reduce - আন্ত মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয় o “ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্মেন্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন” o “বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প” o নথি | অফিস ব্যবস্থাপনা (https://www.nothi.gov.bd/), o মন্ত্রণালয়, অধিদপ্তর, অধীনস্থ দপ্তর সমূহের ভেরিফাইড তথ্যের ডিজিটাল আর্কাইভ - বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন o সকল প্রকল্পের ই-ফাইলিংমন্ত্রণালয়, অধিদপ্তর, অধীনস্থ দপ্তর সমূহের সঙ্গে সমন্বয় করতে বাস্তবায়নকল্পে কর্মপরিকল্পনা o iBAS++ ও ফাইনান্স সেক্টরকে সমন্বয় করে কর্মপরিকল্পনা ব্লকচেইন বাস্তবায়নে o প্রকল্পের ক্রয় কার্যক্রম দ্রুত বাস্তবায়নে ইজিপির সময়ক্ষেপন কার্যক্রমগুলো সমন্বয় o (https://pmis.imed.gov.bd/pmis/login) PMIS for Govt. Projects - নিরাপত্তাজনিত কার্যক্রম o “জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রকল্প” o “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” o দুর্গম এলাকায় তথ্য-প্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন (কানেক্টেড বাংলাদেশ) প্রকল্প o নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে ডিজিটাল মানচিত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার সাপেক্ষে কর্মপরিকল্পনা o জাতীয় নিরাপত্তা এবং গুপ্তচরবৃত্তি - নিশ্ছিদ্র নজরদারি - প্রস্তুতি, উৎপাদন, বিপণন, সেবা ও ইনস্যুরেন্সসহ আর্থিক ব্যবস্থাপনা o “বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি” o “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” o “সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” o “ডিজিটাল প্রাথমিক শিক্ষা প্রকল্প” সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করন চলমান সকল প্রকল্পের সাথে সমন্বয় o “প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়ন (She Power)” o “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বাংলাদেশ” o কৃষিতে অর্গানিক ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার - স্বাস্থ্য খাতের ডিজিটালাইজেশন o স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ১২% - মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩% o স্বাস্থ্য খাতে নয়টি চ্যালেঞ্জ o করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে স্বাস্থ্যসেবার রুগ্ন চেহারা  ০৪। করোনাযুদ্ধে বাংলাদেশ: সংকট মোকাবেলায় সরকারি- সরকারি সংস্থার সমন্বয়  ০৫। করোনাযুদ্ধে বাংলাদেশ: সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়  ০৬। করোনাযুদ্ধে বাংলাদেশ: চিকিৎসক ও গবেষকদের সমন্বয়  ০৭। করোনাযুদ্ধে বাংলাদেশ: সরকারি সকল হট লাইনের কল সাপেক্ষে তথ্যের আর্কাইভ গড়ে তোলা  ০৮। করোনাযুদ্ধে বাংলাদেশ: ত্রাণ কার্যক্রমের ডিজিটালাইজেশন  ০৯। করোনাযুদ্ধে বাংলাদেশ: স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা  ১০। করোনাযুদ্ধে বাংলাদেশ: স্বাস্থ্যসেবা আর্কাইভ  ১১। করোনাযুদ্ধে বাংলাদেশ: ডিজিটাল ম্যাপে লকডাউন ব্যবস্থাপনা  ১২। করোনাযুদ্ধে বাংলাদেশ: প্রণোদনা প্যাকেজ ডিজিটাল ডিস্ট্রিবিউশন  ১২। করোনাযুদ্ধে বাংলাদেশ: বর্জ্য বা ময়লা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল ব্যবস্থাপনা, নজরদারি সাপেক্ষে দক্ষতা উন্নয়ন এবং তৎপ্রেক্ষিতে ব্যক্তি এবং কর্মের মূল্যায়ন।  ১২। করোনাযুদ্ধে বাংলাদেশ: পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা - রাষ্ট্রীয়ভাবে ডিজিটাল মানি ব্যবহার o iBAS++ o নগদ o ন্যাশনাল আইডি o ভেরিফাইড মোবাইল নাম্বার  ডিজিটাল ট্রানজেকশনে আয় ও ব্যয় স্বচ্ছতা আসার পাশাপাশি - অনিয়ম হ্রাস পাবে রাজস্ব বাড়তে থাকবে
Category : Software
Media Links:
Video Link : https://youtu.be/f05nYsrQJts